সেবা ও আত্মত্যাগের সুমহান ব্রত নিয়ে নিজেকে চৌকষ ক্যাডেট হিসেবে গড়ে তুলতে হবে
… মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান
বাংলাদেশ সেনাবাহিনী, সিলেট এরিয়ার কমান্ডার ও ১৭ পদাতিক ডিভিশন, মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান বলেছেন, সেবা ও আত্মত্যাগের সুমহান ব্রত নিয়ে নিজেকে চৌকষ ক্যাডেট ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে আরো বেশি অবদান রাখতে হবে। খেলাধুলার মাধ্যমে নিজেদের মধ্যে যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়, সেটাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য ভূমিকা রাখার প্রেরণা সৃষ্টি হয়। শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং কর্তব্যপরায়ণতার গুণাবলি অর্জন করে নিজেকে নিবেদিত করতে পারলেই সত্যিকার ক্যাডেট হওয়া সম্ভব।
সিলেট ক্যাডেট কলেজ-এর উদ্যোগে ৪৪তম আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টায় অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সম্পন্ন হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ নায়না আক্তার। শুরুতে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ নায়না আক্তার বলেন, ক্যাডেটদেরকে শুধু পড়াশোনা কেন্দ্রিক নয়, বরং সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতাসহ সকল বিষয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে হবে। সর্বোপরি, মননশীল, সৃজনশীল এবং মনুষ্যত্বপূর্ণ একজন আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলার আপ্রাণ চেষ্টা করতে হবে। সিলেট ক্যাডেট কলেজ দৈহিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ক্যাডেট জায়েদ এবং ক্যাডেট অনীশের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন ক্যাডেট, অভিভাবক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্যাডেট কলেজের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাহজালাল (র) হাউস এবং রানারআপ হয় তিতুমীর হাউস। এছাড়া আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এবং উক্ত বছরের বিভিন্ন প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুরমা হাউস ও রানারআপ হয় শাহজালাল (রহ.) হাউস। প্রধান অতিথি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, জিওসি আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এবং উক্ত বছরের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এছাড়া আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানস্থলে পিলো পাসিং এবং টাগ অব ওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। পিলো পাসিং এ প্রথম হন রুখসানা আক্তার, দ্বিতীয় নিশাত তাসনিম এবং তৃতীয় স্থান লাভ করেন নূরজাহান বেগম। প্রধান অতিথির হাত থেকে তারা পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছাস্মারক তুলে দেন কলেজ অধ্যক্ষ নায়না আক্তার।