শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় চৌহাট্টাস্হ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান,বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্ক্সবাদী) জেলা নেতা সঞ্জয় কান্ত দাশ প্রমূখ।
সমাবেশে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন-আকাঙ্ক্ষা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার জন্য আহ্বান জানান।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net