লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে ইন-হাউজ ট্রেনিং পোগ্রাম অন প্যাডাগজি অনুষ্ঠিত

প্যাডাগজি সময়োপযোগী শিক্ষার বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করে
….অধ্যাপক আমিরুল আলম খান

লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান বলেন, প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে। প্যাডাগজি নতুন নতুন কৌশল অবলম্বন করে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সমন্বয় ঘটিয়ে শিক্ষা পদ্ধতি ব্যবহার করার প্রেষণা সৃষ্টি করে। এর মাধ্যমে সময়োপযোগী শিক্ষা পদ্ধতির যেমন বিকাশ ঘটে, তেমনই এর মাধ্যমে শিক্ষার্থীরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়।

দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে ‘ইন-হাউজ ট্রেনিং পোগ্রাম অন প্যাডাগজি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন। কলেজের হলরুমে গত বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত প্রোগ্রামে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক সোহেল আহমদ, অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক শক্তি রাণী সরকার ও ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক লিটন চন্দ্র শর্মা। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ মিজানুল কবির, মোঃ ফখরুল ওযাহেদ চৌধুরী, সুহেনাজ তাজগেরা, শারমীন সুলতানা, রোকেয়া বেগম, তপতী রায় বিশ্বজিত দেব, মোঃ আবু হানিফ, মোঃ মহি উদ্দিনসহ কলেজের ৪২ জন শিক্ষক।

শেয়ার করুন