সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় কসমেটিক্স, গরু, চিনি ও মাদকসহ অর্ধকোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার ও মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিজিবি ১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূণ্য লাইনের নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২৫০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম, ৪টি গরু ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত এই পণ্যগুলোর বাজার মূল্য প্রায় ৩৭ লাখ ৪২ হাজার টাকা।
সোমবার জৈন্তাপুর, সুরইঘাট, লোভাছড়া ও ডোনা বিওপির বিজিবি সদস্যরা জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ, ২৫ ক্যান বিয়ার, ৯টি গরু ও মহিষ, ৫৮৫ কেজি চা পাতা ও ৪০০ কেজি চিনি জব্দ করে। জব্দকৃত ভারতীয় পণ্য ও পশুর মূল্য ১১ লাখ ২০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।