সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতা কমর্ীকে র্যাব-পুলিশের পৃথক অভিযানে আটক করেছে। আটককৃতরা হলেন-নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি ও বিমানবন্দর আবাসিক এলাকার আয়েশ উদ্দিনের ছেলে রাকিবুল হাসান নিরব (২৫),এয়ারপোর্ট থানার সহ সাংগঠনিক সম্পাদক ও এয়ারপোর্ট কাকুয়ারপাড়ের পরিমল দেবনাথের ছেলে মিঠুনদেবনাথ (২৪)। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯'র অভিযানে তারা আটক হন।
সোমবার (১৮ নভেম্বর) রাত ১০ টার দিকে নগরের মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net