পরিশ্রমী প্রশিক্ষণার্থী সৈয়দ মুশফিকুর রহমানের পথ চলা শেখার কিছু কথা। শেখার ও জানার আগ্রহ মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। কারো শেখার ও জানার আগ্রহ থাকলে তার সামনে বয়স, পরিস্থিতি কোনো কিছুই বাঁধা হয়ে দাঁড়ায় না।
তারই একটি জ্বলন্ত উদাহরণ আমাদের বেসিক কম্পিউটার কোর্সের একজন প্রশিক্ষণার্থী সৈয়দ মুশফিকুর রহমান। যিনি আবার পেশায় একজন চাকরিজীবীও। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে দক্ষ করে তোলার জন্য বেসিক কম্পিউটার কোর্স করার মাধ্যমে তিনি তার অবসর সময়কে কাজে লাগাচ্ছেন। শেখার ও জানার জন্য তার এই নিবেদন ও পরিশ্রম আমাদের সবার জন্য অনুপ্রেরণামূলক হয়ে থাকবে। শেখার কোনো শেষ নেই, জানার কোনো বয়স নেই এই কথারই প্রতিফলন যেন তিনি তার জীবনে চলার পথে অনুসরণ করছেন।
The IT Aid এর পক্ষ থেকে আমাদের এই প্রশিক্ষণার্থীর জন্য শুভকামনা রইল এবং তার এই উদাহরণ বাকিদেরও অনুপ্রাণিত করবে এটাই প্রত্যাশা।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net