প্রধান উপদেষ্টা সহ ৩ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান মঙ্গলবার
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস'র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২৭তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিম কোম্পানিগুলোর ভয়াবহ প্রতারণার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয় এবং উপস্থিত সদস্যদের মতামতে আগামী ১২ নভেম্বর মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী ও মাননীয় প্রধান উপদেষ্টা সহ ৩ উপদেষ্টা বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। সভা থেকে বিদ্যুৎ-এর প্রিপেইড মিটারের পরিবর্তে ডিজিটাল মিটার পূণরায় চালু ও গ্যাসের প্রিপেইড মিটারের পরিবর্তে পূর্বের ন্যায় বিল পরিশোধের জন্য দাবী জানানো হয়।
জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমানের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন বিশিষ্ট্য সমাজকর্মী ও বাংলাদেশী প্রবাসী নেতা মোঃ আমিনুল ইসলাম ডিনেস, সিকস'র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস'র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মকবুল চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শাহীন আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ ইয়াকুব, সচেতন যুবসমাজের পক্ষ থেকে হাবিবুর রহমান, মাইনুল ইসলাম রায়হান ও রাজন আহমদ।
সভা থেকে আগামী ১২ নভেম্বর মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসক প্রাঙ্গণে সিম কোম্পানিগুলোর ভয়ানক প্রতারণার থেকে মুক্তি পেতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী ও মাননীয় প্রধান উপদেষ্টা সহ ৩ উপদেষ্টা বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান কর্মসূচীতে সমাজ সচেতন সর্বস্তরের নাগরিকবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net