অবৈধভাবে ভারতের কাশ্মীরে গার্মেন্টেসে কাজে যাওয়ার পথে ১ যুবককে আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বুধবার (৬নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে নুরুল গণি (২২) নামে এই যুবককে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি।
আটকৃত নুরুল গণি সুনামগঞ্জ সদরের বেড়িগাঁও এলাকার মো.সাদেক মিয়ার ছেলে।
বিজিব জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ উৎমা বিওপির সীমান্ত পিলার ১২৭২/৫-এস নিকট দিয়ে বাংলাদেশী নাগরিক নুরুল গণি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিজিবির টহল তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে নুরুল বিজিবিকে জানায় গার্মেন্টেসে কাজ করার উদ্দেশ্যে মানবপাচারকারীর সহায়তায় ভারতের কাশ্মীরে গমণ করার জন্য সীমান্ত এলাকায় আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net