কানেক্ট বাংলাদেশ এর ৬ষ্ট সম্মেলন অনুষ্ঠিত

প্রবাসী বাংলাদেশীদের অধিকার নিয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে পরিচালিত সামাজিক সংগঠন কানেক্ট বাংলাদেশ এর ৬ষ্ট সম্মেলন পর্তুগাল লিসবন শহরের অভিজাত পাঁচতারা হোটেল ‘মুনদিয়াল এট’ হলরুমে অনুষ্টিত হয়।

কানেক্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সমন্বয়ক মনসুর চৌধুরী’র সভাপতিত্বে ৬ষ্ট সম্মেলন এর পর্তুগাল প্রতিনিধি ইমদাদুর রহমান স্বপনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দীন। মুহিন আহমদ এর কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসিপির সভাপতি আবু মোহাম্মদ শহীদুল্লাহ নাঈম, আফসার হোসাইন নিলু (আয়ারল্যান্ড)।

সম্মেলন সভায় আরো উপস্থিত ছিলেন, কানেক্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সমন্বয়ক জাফর আজাদী (ফ্রান্স), বাবুল মিয়া তালুকদার (ইউকে), কামরুল ইসলাম (ইউকে), পর্তুগাল কমিউনিটি নেতা তরুণ রাজনীতিবীদ আজমল আহমদ। কমিউনিটি নেতা মো. মুক্তার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মিনহাজ বিশিষ্ট ব্যবসায়ী এম.কে নাসির, বিশিষ্ট ব্যবসায়ী রাজিব আল হাসান মোহন, মোহাম্মদ আমিরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী রুবেল আহমদ, আলমাস উদ্দীন চঞ্চল, সুজন ভুইয়া, জাবেদ হক, তোফায়েল আহমেদ, মাসুম খান, ইমরান আহমদ ইমু, এস এম জুয়েল, তোফায়েল হামিদ ধৌধুরী, শাকিব আহমদ, মর্তুজ আলী, ক্বারী সায়েম আহমদ, ইঞ্জিনিয়ার নিরব, সুজন মিয়া, আলাউদ্দিন ভুইয়া, রেজাউল করিম, জিয়া উদ্দীন, সাগর আহমদ, লুৎফুর রহমান, প্রমুখ।

কানেক্ট বাংলাদেশ এর ৬ষ্ট সম্মেলনে পরিকল্পনা পরিষদ থেকে ২ জন এবং কেন্দ্রীয় সমন্বয়ক থেকে ৫ জনকে অব্যাহতি দিয়ে। নতুন করে ১৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পরিকল্পনা পরিষদ ও ৪২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি গঠন করা হয়। এবার পরিকল্পনা পরিষদে নতুন আরো ৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন বাবুল তালুকদার (ইংল্যান্ড), এডভোকেট কামরুজ্জামান (ইতালি), হাবিবুর রহমান (ফ্রান্স), কামরুল ইসলাম (পর্তুগাল), মামুনুর রশীদ (স্পেন), মাসুক মিয়া মামুন (ফ্রান্স)। এবং কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন ইমদাদুর রহমান স্বপন (পর্তুগাল), হাবিবুর রহমান (পর্তুগাল), মোহাম্মদ মামুনুর রশীদ (পর্তুগাল), আরজেল হোসেন (স্পেন), মোহাম্মদ মিনহাজ (সৌদি আরব), এডভোকেট রোকসানা আক্তার (ইতালি) ও রাজু আহমদ খান( ঢাকা)।

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন