যুব উন্নয়ন অধিদপ্তরকে আগামী একমাসের মধ্যে শতভাগ যুববান্ধব
ও দালামুক্ত করা না হলে কঠোর কর্মসূচী
"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ নভেম্বর শুক্রবার জাতীয় যুব দিবস ২০২৪ সমগ্র বাংলাদেশে উদযাপন করা হবে। জাতীয় যুব দিবস ২০২৪ সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ৩০ অক্টোবর বুধবার বিকাল ২.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও ৩.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে জিন্দাবাজার পয়েন্ট, বন্দরবাজার, ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, তালতলা পয়েন্ট, মির্জাজাঙ্গাল হয়ে উত্তর জল্লারপার সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত স্বাগত যুব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, এক-তৃতীয়াংশ অর্থাৎ ৬ কোটি যুবদের প্রাণের দিন জাতীয় যুব দিবসকে প্রাণবন্ত উদযাপনের মাধ্যমে যুব দিবসের তাৎপর্য ও স্বার্থকতা ছড়িয়ে পড়ুক বাংলাদেশের তৃণমূল যুবদের মধ্যে। যুবদের বেকারত্ব বা কর্মহীনতা দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রশিক্ষিত করে গড়ে তুলা হউক সর্বস্তরের যুবদেরকে। যুব উন্নয়ন অধিদপ্তরকে শতভাগ যুববান্ধব ও দালামুক্ত করার জোর দাবী জানান নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরকে আগামী একমাসের মধ্যে শতভাগ যুববান্ধব ও দালামুক্ত করে গড়ে তুলা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।
সমাবেশ থেকে আগামী ১ নভেম্বর শুক্রবার কাজির বাজার সেতু মধ্যবর্তী স্থানে সকাল ১০.০০ ঘটিকায় যুব সমাবেশ, বেলা ১১.১৫ ঘটিকায় কাজির বাজার সেতু থেকে তালতলা পয়েন্ট, বন্দরবাজার, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য যুব শোভাযাত্রা, দুপুর ১২.০০ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান, দুপুর ২.৩০ ঘটিকায় আলোচনা সভা ও সাংগঠনিক সম্মাননা প্রদান অনুষ্ঠানের সর্বস্তরের সচেতন যুব নাগরিকবৃন্দদের দিনব্যাপী কর্মসূচীতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।
জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাধারণ মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ কালাম হোসেন, আব্দুর রাজ্জাক শাওন, ইব্রাহিম মিয়া, মৌলানা হেলাল আহমদ, শাহরিয়া হাসান ও উবায়দুল হাসান রায়হান।
উল্লেখ্য, স্বাগত যুব শোভাযাত্রা শেষে সাংগঠনিক সিদ্ধান্ত কমিটির সভায় আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৪ এ সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ৭টি কমিটির নাম ঘোষনা ও শপথের অনুষ্ঠান সাময়িক স্থগিত করা হয়। আগামী ০৮ নভেম্বর শুক্রবার ২৭তম সাপ্তাহিক সভায় ৭টি কমিটির নাম ঘোষনা ও শপথ অনুষ্ঠানের তারিখ পূণরায় নির্ধারণ করা হবে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net