শাবিপ্রবিতে ইডিজিই প্রজেক্টের একটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, আমাদেরকে ডিজিটালের দিকে যেতে হবে। এজন্য সবাইকে উৎসাহিত করছি। ইডিজিই প্রজেক্টের ডিজিটাল প্রোগ্রামগুলো অনেক চমৎকার। আশা করি, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির তত্ত্বাবধানে পরিচালিত ইডিজিই প্রজেক্টের একটিভেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

আইআইসিটির পরিচালক প্রফেসর ড. আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর নির্বাহী পরিচালক ড. মোঃ সানওয়ার জাহান ভূঁইয়া, শাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইসমাঈল হোসেন, ইডিজিই প্রজেক্টের পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রজেক্ট স্পেশালিস্ট ড. মোঃ মাজহারুল হক এবং ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট মিয়া জাদীদ রশদীদ। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথি এই প্রোগ্রাম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন।

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন