সিলেট কল্যাণ সংস্থার ৩০ মিনিটের জরুরী সভা অনুষ্ঠিত

নগর ভবনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে
আমরা নগরবাসী দেখতে চাই

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে রোববার (২০ অক্টোবর ২০২৪) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ৩০ মিনিটের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার গঠনকৃত ৭টি পূর্নাঙ্গ কমিটির নাম প্রকাশের তারিখ পরিবর্তন করে ০২ নভেম্বর শনিবার থেকে ০৮ নভেম্বর শুক্রবার পর্যন্ত ধারাবাহিকভাবে তালিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় জন্মসনদ থেকে শুরু করে মৃত্যুসনদ পর্যন্ত মধ্যবর্তী সকল কাজই সিলেট সিটি কর্পোরেশনের সর্বস্তরের নাগরিকদের প্রয়োজনীয় সব কাগজপত্র, হোল্ডিং ট্যাক্স, পানির বিল, পানি সরবরাহ, ট্রেড লাইসেন্স, ভবন নির্মাণের অনুমতিপত্র সহ নগর ভবনে সম্পন্ন করতে হয়। কিন্তু নগর ভবনে সব কাজেই নির্ধারিত ফি এর বাহিরে অতিরিক্ত টাকা প্রদানের মাধ্যমে করতে হয়। যা আমরা সাধারণ জনগণের জন্য দুঃসাধ্য। আমরা নগরবাসী নগর ভবনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। শীঘ্রই নগর ভবনকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষনা করতে প্রশাসক সহ দায়িত্বশীল সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা।

জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মকছুছুর রহমান।

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন