সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ এইচ এস সি পরীক্ষার পাশের হার শতভাগ

২০২৪ সালের এইচ.এস.সি পরীক্ষায় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অভূতপূর্ব সাফল্য। মোট পরীক্ষার্থী ১৭৮ জনের মধ্যে কৃতকার্য ১৭২ জন, ‘A+’ ৩৯ জন, ‘A’ ১২১ জন, ‘A-’ ১২ জন। আজ ১৫/১০/২০২৪ খ্রি. প্রকাশিত ফলাফলে দেখা যায় এবারের এইচএসসি পরীক্ষায় ১৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৭২ জন কৃতকার্য হয়। তন্মধ্যে ৩৯ জন জিপিএ-৫ ‘অ+’, ১২১ জন ‘অ’ এবং ১২ জন ‘অ-’ পায়। কলেজ প্রাঙ্গনে ফলাফল প্রকাশে শিক্ষার্থীরা উপস্থিত হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। এমন অভূতপূর্ব সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানান মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ বদরুল আলম।

ফলাফল প্রকাশকালে কলেজ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালক, মোঃ আজিজুর রহমান মনির, মুহিবুর রহমান ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদ আহমদ। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন কো- অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, বাংলা বিভাগ জলি বেগম চৌধুরী, মো.লিয়াকত আলী, রসায়ন বিভাগ মো.শফিউল আলম, জীববিজ্ঞান বিভাগ সোয়াব আহমেদ, অমল কুমার বর্মন, পদার্থ বিজ্ঞান বিভাগ আলী আহসান নাঈম চৌধুরী, আইসিটি বিভাগ ফাহিম দাউদ কোরাইশী

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন