উম্মুল কুরা একাডেমী কর্তৃক আয়োজিত সিরাত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সিলেট শহরের অভিজাত এলাকা হাউজিং এস্টেটে অবস্থিত ঐতিহ্যবাহী উম্মুল কুরা একাডেমীর
মাসব্যাপী সিরাত সেশন ও সিরাত পাঠ পরবর্তী ১৩১ টি প্রশ্নোত্তর সম্বলিত শীটের উপর পরীক্ষা গ্রহণের পর বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। আজ ১৪ অক্টোবর ২৪ সোমবার সকাল ১১ টায় উম্মুল কুরা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী সিলেট সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের দীর্ঘদিনের স্বনামধন্য প্রিন্সিপাল, সাবেক বিভাগীয় শিক্ষা অফিসার জনাব আব্দুল হান্নান সাহেব।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী দরগায়ে হযরত শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতিব জনাব হাফেজ মাওলানা আসজাদ সাহেব হাফিজাহুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সহযোগী অধ্যাপক উসমানি মেডিকেল কলেজ, শিশু বিশেষজ্ঞ জনাব ডাক্তার আখলাক সাহেব ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান সাহেব বলেন, প্রতিটি মানুষের জীবনে রাসুলের (সা.) সিরাত চর্চা জরুরি। সিরাত সম্পর্কে জানা না থাকলে রাসুলের (সা.) প্রতি ভালোবাসা তৈরি হবে না। আর রাসুলের (সা.) ভালোবাসা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। তিনি ইনস্টিটিউটের সিরাত বিষয়ক সৃষ্টিশীল এ আয়োজনের প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার আখালাক সাহেব বলেন, শুধু রবিউল আওয়াল কেন্দ্রিক সিরাত চর্চা করলে হবে না। বছরব্যাপী সিরাত চর্চা করতে হবে। আমরা যদি প্রতিদিন একটি করে রাসুলের (সা.) জীবনের কোনো একটি বিশেষ দিক সম্পর্কে জ্ঞান অর্জন করি, তাহলে এক বছরে রাসুলের (সা.) জীবনের ৩৬৫টি দিক সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। সিরাত চর্চার সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে রাসুলের (সা.)-এর সুন্নাহকে আঁকড়ে ধরা, তাঁর আদর্শে আদর্শিত হওয়া।
দরগা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আসজাদ সাহেব বলেন, উম্মুল কুরা একাডেমীর যুগোপযোগী একটি সিদ্ধান্ত সিরাত প্রতিযোগিতা। এজন্য প্রতিষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম-এর আদর্শ, জীবন আলোচনা সিরাত কুইজ প্রতিযোগিতার মাধ্যমে গেঁথে দেওয়া হয়েছে। সিরাত পাঠের আয়োজন করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজ থেকে কয়েক বছর পূর্বে সিরাত সংক্রান্ত আলোচনা মানুষ জানতোই না।
এজন্য অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন, সন্তানের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ চান তাহলে উম্মুল একাডেমীর মাধ্যমে আপনার সন্তানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম এর আদর্শে গড়ে তোলার প্রাণপণ চেষ্টা করবেন।
অন্যান্য বক্তারা বলেন, মহান আল্লাহ পাকের অশেষ রহমত ও সম্মানিত শিক্ষক মন্ডলির অক্লান্ত পরিশ্রমে উম্মুল কুরা একাডেমী দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
এছাড়াও সিরাত কুইজ প্রতিযোগিতার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগে তিনজন ছাত্রকে নাজারা শেষ করায় সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাফেজ মাওলানা মুফতি আহমাদুল হক উমামা সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সবক প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন হাফিজ মাওলানা শায়খ আসজাদ আহমদ সাহেব।
(ইমাম ও খতিব: দরগাহ মসজিদ সিলেট)
জনাব আব্দুল হান্নান সাহেব।
(সাবেক জেলা শিক্ষা অফিসার ও সাবেক প্রিন্সিপাল: পাইলট স্কুল, সিলেট)
ডাক্তার আখলাক আহমেদ সাহেব।
(সহকারি অধ্যাপক: এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট)
মাওলানা আহমেদ নাজি সাহেব
(ইমাম ও খতিব: হাউজিং এস্টেট জামে মসজিদ, সিলেট)
উম্মুল কুরা একাডেমীর সাধারণ পর্ষদের সদস্য
জনাব আব্দুল করিম সাহেব।
সহ সভাপতি মাওলানা এনামুল হক সাহেব। একাডেমীর শিক্ষা সচিব: মাওলানা সুলতান আহমদ সাহেব।
একাডেমীর সিনিয়র শিক্ষক জনাব সৈয়দ হুম্মাম সাহেব।
হাফেজ জিয়াউর রহমান সাহেব।
হাফেজ মাহমুদুর রহমান সাহেব।
সহকারী অফিস সম্পাদক: জনাব আখলাক আহমেদ সাহেব।
সহকারী শিক্ষক মাওলানা মাহবুবুল হক সাহেব। হাফিজ মাওলানা এনামুল হাসান সাহেব প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবক বৃন্দ।
দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন