তারেক রহমানের নির্দেশে দেশ গড়ায় আত্মনিয়োগ করেছে বিএনপির নেতাকর্মীরা –কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন দলের নেতাকর্মীদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করেই দেশী-বিদেশী অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পূণরুদ্ধার করতে দেশে কাজ চলছে। তবে পতিত স্বৈরাচারের পুনর্বাসন হলে দেশের মানুষ মেনে নেবে না।

আজ রবিবার সন্ধ্যার পর দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা এবং দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর দৃঢ়-প্রত্যয় নিয়েই ছাত্র-জনতা, নেতাকর্মী জীবন উৎসর্গ করেছে। আমরা তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তাদের আত্মা কষ্ট পাবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন যারা খুন-গুম, সন্তানহারা-পিতৃহারা-মাতৃহারা হয়েছে, সবাই আছেন। শুধু মাঝখানে শেখ হাসিনা নেই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আমরাও এদেশে থাকতে হবে। বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। সে বিষয়ে আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা দেশ গড়ায় আত্মনিয়োগ করেছে

স্মরণ সভার প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ আর প্রাসঙ্গিক নয়। অবৈধভাবে প্রধানমন্ত্রীত্ব করতে গিয়ে হাসিনা শুধু বিএনপিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সময়কাল কাটিয়েছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে আমাদের আত্মনিয়োগ করতে হবে। দলের জন্য কাজ করে জীবন দেওয়া নেতাদের আমরা ভুলব না।

জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই মাসুক, সদস্য তেরা মিয়া, যুবদল নেতা হেলাল আহমদ ও সুজন আল মামুন সুন্দর এর স্মরণে ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্চাসেবক দল ও ছাত্রদল আয়োজিত স্মরণ সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাই পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, জিল্লুর রহমান সুয়েব, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, ময়নুল ইসলাম মঞ্জুর, শাহীন আলম জয়, শামসুর রহমান সুজা, বখতিয়ার আহমদ ইমরান, আশরাফুল আলম বাহার, সুহেল ইবনে রাজা, আখলাকুল আম্বিয়া বাতিন, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, রায়হানুল হক, আতাউর রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় প্রয়াত নেতৃবৃন্দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন