হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
"শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালন করা হয়েছে।
৫ই অক্টোবর শনিবার এ উপলক্ষে শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম এর সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলা উদ্দিন (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্ব, পোড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন তালুকদারের সঞ্চালনায়
শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ কামরুল ইসলাম,শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, কালীপদ দাস সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
সভায় সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, কোন সভ্য দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রাখা হয় না, কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি নামে চরম বৈষম্য রাখা হয়েছে।
এছাড়াও বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, শিক্ষা কমিশন গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান তারা।
এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net