বৈশ্বিক তাপমাত্রা রোধে বেশি গাছ লাগানো উচিত

সিলেট বিভাগীয় বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন প্রাঙ্গনে বিভিন্ন জাতের ফলদ ও বনজ বৃক্ষরোপন করা হয়। বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর ডাঃ মোঃ আবেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলামের সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্ভোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ শাহ জাহান মজুমদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, ভারপ্রাপ্ত ছাত্র পরামর্শ নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ কাওছার হোসেন, প্রক্টর ও সমিতির নির্বাহি সদস্য প্রফেসর ড. মোজাম্মেল হক, পিএস টু ভিসি ও সমিতির নির্বাহী সদস্য মোহাম্মদ নেয়ামত উল্লাহ, সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর কাজী আতাউর রহমান, সহ-সভাপতি মোঃ মহসিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ ফজলে আজিম পাটোয়ারী, অর্থ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবুল হাসনাত, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ লোকমান হোসেন গাজী, নির্বাহী সদস্য মোহাম্মদ মোশ্তাক আহম্মদ, মোঃ আমির হোসেন খান এবং বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪ এর আহবায়ক ও সমিতির যুগ্ন সম্পাদক এবং অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৈশ্বিক তাপমাত্রা রোধে আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত।

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন