৫০ বস্তা চোরাই চিনিসহ সিলেটে আটক ৩

সিলেটে প্রায় পৌনে তিন লাখ টাকার ভারতীয় চোরাই চিনিসহ ৩ জনকে আটক করেছে এসএমপির শাহপরান থানা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শাহপরান থানাধীন বটেশ্বর বাজারে একটি দোকানে চোরাই চিনি প্যাকেট তৈরি করার সময় তাদেরকে আটক করা হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এসএমপির মিডিয়া কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান

এবিষয়ে এসএমপির মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে শাহপরান থানার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপান সংবাদের ভিত্তিতে শাহপরান থানা পুলিশের একটি দল বটেশ্বর বাজারের পান্না মার্কেটে তামাম বস্ত্রালয়ে অভিযান চালিয়ে প্যাকেটজাত তৈরি করার সময় ৫০ বস্তায় মোট ২ হাজার দুইশত ষাট কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য দুই লক্ষ একাত্তর হাজার দুইশত টাকা। এসময় ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-সিলেটের শাহপরান থানাধীন কানুগুল এলাকার মৃত আতিব আলীর ছেলে মো. সুফিয়ান (৪১), জৈন্তাপুর থানার খানচা বাগান এলাকার অনন্ত রায়ের ছেলে অঞ্জন রায় (৩৫) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বড় মাকুয়া এলাকার মো. মুনাই মিয়ার ছেলে মো. কলিম উদ্দিন (৩৪)।

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন