
সুনামগঞ্জে র্যাবের অভিযানে শর্টগানের ২৫০ পিস বুলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে একটি স্কুল ব্যাগের ভেতর থেকে শর্টগানের শিষা বুলেট উদ্ধার করা হয়। অভিযানে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, সকালে থেকেই একটি বিশেষ টিম আব্দুজ জহুর সেতু এলাকায় নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ধারণা করা হচ্ছিল, সুনামগঞ্জে অবৈধ অস্ত্রের একটি চালান প্রবেশ করতে পারে। এরই পরিপ্রেক্ষিতে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করা হয়।
র্যাবের এএসপি কপিল দেবগাইন জানান, আটককৃত ব্যক্তি বর্তমানে র্যাব হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net