
হাবিবুর রহমান হাবিব,শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
২০২৪-২৫ অর্থ বছরের ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঢাকা এর সার্বিক সহযোগিতায় ২৫ জুন বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের কুফল তুলে ধরে তামাকজাত দ্রব্যে নিয়ন্ত্রণের উপর আলোকপাত করে শাল্লা উপজেলা কৃষি অফিসার মোঃ শওকত জামিল, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা ম্যাডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, জামায়াতে ইসলামী শাল্লা উপজেলার সভাপতি হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার কালিপদ দাস, সাংবাদিক বকুল আহমেদ তালুকদার বিস্তর বক্তব্য রাখেন।
এঁর পূর্বে “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্লাস্টিক দূষণ এর উপর আলোকপাত করে প্লাস্টিকের দূষণ বন্ধ করনের জন্য বক্তাগণ জুড়ালো বক্তব্য রাখেন।
উক্ত কর্মশালায় সরকারি/বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় প্রমূখ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।