সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র পৃথক দুইটি অভিযানে সীমান্ত এলাকা থেকে ৩৩২ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে বিজিবি।
সোমবার (১২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় গত ১১ মে মাছিমপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৯/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা নামক স্থান হতে ১২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
অপরদিকে, সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রঙ্গারচর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় একইদিনে চিনাউড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৬/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাউড়া নামক স্থান হতে ২১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ৩ লাখ ১৮ হাজার টাকা । জব্দকৃত মদের সর্বমোট সিজার মূল্য ৪লাখ ৯৮ হাজার টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে অন্যান্য চোরাচালানীর পাশাপাশি মাদকদ্রব্য চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net