
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত ২ জন আসামি ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩জন আসামি সহ মোট ৫ জন আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১০ মে) রাতে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই দিপংকর হালদার, এসআই শাহ আলম, এসআই মো. লুৎফর রহমান, এএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, এএসআই জমির উদ্দিন সহ একদল পুলিশ থানা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার জানান, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত ২ জন আসামি ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩জন আসামি সহ মোট ৫ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
এজাহারভুক্ত আসামিরা হলেন কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত হারিছ আলীর ছেলে বাচ্চু মিয়া (৩৫),পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে মো. রুমন মিয়া(২৩), গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি জালালাবাদ গ্রামের জলিল মিয়ার ছেলে ইছানুর (২৭), গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতলিয়া গ্রামের মৃত মকরম উল্লাহের ছেলে আনসার আলী (৫২), একই গ্রামের আনসার আলীর ছেলে পাবেল (২৩)
গ্রেফতারকৃত আসামিদের রোববার (১১ মে) বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।