শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব প্রতিনিধিঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের অন্তর্গত মির্জা কান্দা গ্রামের মুক্তার আলীর ছেলে আসমত আলী ও নিয়াজ আলীর ছেলে জাফর মিয়া ২২ এর লোকজনের মাঝে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ও বাড়ির আঙ্গিনায় লাগানো ছাল্লিয়া ঘাস গরু দিয়ে খাওয়ানো কে কেন্দ্র করে ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল অনুমান ৭টায় এক রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয়পক্ষের কম পক্ষে ৩০ নারী পুরুষ আহতের সংবাদ পাওয়া গেছে।

উভয় পক্ষের গুরুতর আহতরা হলেন- মাসুম মিয়া (২০) পিতা আব্দুল হামিদ, জুয়েল (২৫) পিতা মুক্তার আলী, ফাহিম মিয়া(১৪) পিতা আব্দুর রহমান, জাফর মিয়া (৩৫) পিতা নিয়াজ আলী, কাদির মিয়া (২৮) পিতা মদন মিয়া, শাহ আলম (২৫) পিতা খোরশেদ মিয়া, মুসলিম মিয়া (১৬) পিতা হামিদ মিয়া, এনামুল  হোসেন (১৮) পিতা তায়েব আলী, রাব্বিল মিয়া (১৭) পিতা আজিদ মিয়া, আব্দুর রহমান (৪০) পিতা মাঞ্জু মিয়া, মুক্তার আলী (৬৫)পিতা মৃত আব্দুল গফুর, ওয়াহেদ মিয়া( ৩৫), শফিউল্লাহ (৪৫), ফুলেছা বেগম (৪৮) পিতা মৃত হরমুজ আলী, জরিনা বেগম (৪০) স্বামী আরশ আলী, রোশনা বেগম  (৫৫) স্বামী মুক্তার আলী, 

বাবুল মিয়া (৪৮) পিতা মন্তূ মিয়া, আলী আজগর (২৮) পিতা আক্তার হোসেন, জামাল মিয়া (২২) পিতা কামাল মিয়া, নিয়াজ আলী(৬৫) পিতা মৃত সুরুজ আলী, আল হাদিস (২০), হাবিব (১৮) পিতা কবীর মিয়া, মেহেদী (২২) পিতা মুক্তার আলী।

গ্রামের বিভিন্ন লোক জন, স্থানীয় ওয়ার্ড সদস্য আলমাস মিয়া ও শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সাথে কথা হলে  জানাযায় তন্মধ্যে গরুতর আহত দেরকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশ পাশের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা প্রদান করে  উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 এছাড়াও অনেকই প্রাথমিক  ভাবে আহত হয়ে বিভিন্ন হাটবাজারে  চিকিৎসা দেয়া নিয়েছে বলে জানা যায়।

অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের জানান ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি গিয়ে নিয়ন্ত্রণে আনে বর্তমানে  পরিবেশ শান্ত আছে, মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন