শাল্লায় পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা রিপন আলীর বিরুদ্ধে মানববন্ধনঃ

শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব প্রতিনিধিঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে পুরাতন শহীদ মিনারের সামনের রাস্তায় ৭ জানুয়ারি মঙ্গলবার  পানি উন্নয়ন বোর্ডের অধীনে হাওর রক্ষা বাঁধের (পিআইসি) দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কৃষক জনতা।

 উপজেলার আটগাগাওঁ ইউনিয়নের বড়গাঁও গ্রামের বাসিন্দা মোঃ হাজিরুল ইসলাম আজহারের সভাপতিত্বে ও উপজেলার শাল্লা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বাসিন্দা মোঃ শফি মিয়ার সঞ্চালনায় কৃষক জনতার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে 

বক্তব্য রাখেন, আটগাওঁ ইউনিয়নের সাবেক মেম্বার শান্ত মিয়া, শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামের আমির হোসেন।

এছাড়া আরো বক্তব্য রাখেন নিত্যানন্দ দাশ নিতাই, সাইদুর রহমান, হাফিজ আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা (এসও) রিপন আলী আওয়ামী লীগের দোসর।

 সে উপজেলার প্রকৃত কৃষকদের বঞ্চিত করে লক্ষ টাকার বিনিময়ে যারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট তাদেরকে পূর্ণবাসন করার লক্ষে, এমনকি যাদের  হাওরে জমি নেই তাদেরকে ফসল রক্ষা বাঁধের (পিআইসি) কমিটি অনুমোদন দিয়েছে।

 আমরা আশংকা করছি হাওর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়বে। তাই প্রকৃত কৃষকদের মধ্যে পিআইসি বন্টন করে হাওরের ফসলকে রক্ষা করতে হবে।

 বক্তাগণ প্রশাসনের নিকট জোর দাবি করে  বলেন এই দুর্নীতিবাজ এসও রিপন আলীকে আইনের আওতায় আনা হউক।

অন্যতায় পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও করে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

শেয়ার করুন