সুনামগঞ্জ জেলার তাহিরপুরে নানার বাড়ি বেড়াতে এসে অটোরিকশাচাপায় ফারিহা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়ন ভাটি তাহিরপুর গ্রামের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় সড়কে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েক দিন পূর্বে ভাটি তাহিরপুর গ্রামে নানা আমির উদ্দিনে বাড়িতে বেড়াতে আসে। রোববার সন্ধ্যার বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশের দোকানে কলম আনতে যাওয়া সময় তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তাহিরপুর বাজারে যাওয়ার পথে অটোরিকশা চালক অনিক মিয়া (২২) শিশুটিকে চাপা দিলে শিশু ফারহা গুরুত্বর আহত হয়। এসময় চালক ও একজন যাত্রী গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে পরিবারের লোকজন উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ পাঠানো হলে পথিমধ্যে মারা যায়। আর চালক ও যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় অটোরিকশাটি আটক করে এলাকাবাসী।
নিহত ফারিহা উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পাটাবুকা গ্রামের শরীফুল ইসলামের মেয়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। তিনি জানান, খুবই হৃদয় বিধায়ক ঘটনা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।