শাল্লায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলা যুবদলের আয়োজনে ২৮ অক্টোবর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাল্লা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ দুলালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায় নরুল আমিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শিশু, রাকিব মিয়া, আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান প্রমুখ নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব ময় ইতিহাস ঐতিহ্যর উপর আলোকপাত করে বিস্তর বক্তব্য রাখেন।

আলোচনা সভায় উপজেলা যুবদল সহ ইউনিয়ন যুবদলের  বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Visited 1 times, 1 visit(s) today
শেয়ার করুন