হাবিবুর রহমান হাবিব শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী (অ্যাডভোকেট) শিশির মনির শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। মহাষ্টমীর দিন শুক্রবার (১১অক্টোবর) বিকেল পৌনে ৪টায় উপজেলার হবিবপুর ইউপির নিয়ামতপুর সর্বজনীন পূজা পরিদর্শন করেন তিনি। পরে বিকেল পৌনে ৫টায় তিনি আনন্দপুর বাজার সর্বজনীন পূজা মণ্ডপ, পৌনে ৬টায় হবিবপুর ভাটিহাটি সর্বজনীন পূজা মণ্ডপ ও সন্ধ্যায় একই ইউনিয়নের পঞ্চগ্রাম সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সুপ্রিম কোর্টের আলোচিত এই আইনজীবী।
এসময় তিনি বলেন আমি এই হাওরপাড়ের সন্তান। এই এলাকায় আমার বাল্যকাল কেটেছে। আমি দেখেছি শাল্লা উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির পটভূমি। শারদীয় দুর্গোৎসব বাঙালি জাতির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে এই বাংলায় পালিত হয়ে আসছে এই পূজা। এই দুর্গোৎসব হাজারো বছরের ঐতিহ্য। এনিয়ে আমাদের মাঝে কোনও ভেদাভেদ নেই। আমরা একই রক্তের তৈরি মানুষ। আমাদের মাঝে যেনো সাম্প্রদায়িকতা তৈরি না হয়। শারদীয় দুর্গোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আপনারা উদযাপন করুন- আমরা পাশে আছি। প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেষ্টিত আমার জন্মভূমি যেনো চিরকাল অসাম্প্রদায়িক থাকে। এসময় বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি/সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপূর্বে দিরাই উপজেলার লৌলুয়ারচর গ্রামের সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শিশির মনির। ১২ অক্টোবর মহানবমীতেও তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানা গেছে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net