বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বিপিএল বয়কট করেছেন ক্রিকেটাররা। এ কারণে আজ বৃহস্পতিবার মাঠে গড়ায়নি টুর্নামেন্টের ম্যাচ।
ক্রিকেটাররা মাঠে না ফেরায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে বিপিএল।
আজ থেকে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা ছিল। দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের। দুপুর সাড়ে ১২টায় টস হওয়ার কথা থাকলেও কোনো ক্রিকেটার মাঠে যাননি।
তবুও খেলা শুরু হবে বলে আশায় ছিলেন ক্রিকেটাররা। পরে বিকেলে বিসিবি স্টেডিয়ামের স্ক্রিনে লেখে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, আজকের চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দলের মধ্যকার ম্যাচটি অনিবার্য কারণবশত বিলম্বিত হয়েছে। এতে দর্শকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তরিকভাবে দুঃখিত এবং সকল দর্শককে অনুরোধ করছি ধৈর্য ধারণ করে আসনে অবস্থান করতে, কারণ ম্যাচটি যত দ্রুত সম্ভব শুরু করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।’
তবে একপর্যায়ে দর্শকরা উত্তেজিত হয়ে পড়েন। পরে তাদের নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্কলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, রাজধানীর হোটেলে সংবাদ সম্মেলন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই সেখানে উপস্থিত ছিলেন। ।
প্রসঙ্গত, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কয়েকটি মন্তব্য ঘিরে কোয়াব সরাসরি নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে এবং নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না এলে বিপিএলের ম্যাচ বর্জনের আল্টিমেটাম দেয়। আজ দুপুরে অনলাইন মিটিংয়ে নাজমুলকে বিসিবির সব চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।