সিলেটের খেলোয়াড়রা ক্রীড়াঙ্গনে দেশে বিদেশে যে অবদান রাখছেন তা অপূরণীয়
-- আব্দুল জব্বার জলিল
আটাব সিলেটের বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব আব্দুল জব্বার জলিল বলেছেন প্রবাসীরা বাংলাদেশের এম্বেসেডর তারা অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করে। কানাডায় অবস্থানরত সিলেটের খেলোয়াড়রা ক্রীড়াঙ্গনে দেশে বিদেশে যে অবদান রাখছেন তা অপূরণীয়। কানাডা আগমন উপলক্ষে টিম সিলেট কানাডার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনায় তিনি একথা বলেন।
১০ই মে শনিবার টিম সিলেট কানাডার পক্ষ থেকে টরেন্টো রেডহট রেস্টুরেন্টে আটাব সিলেটের বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব আব্দুল জব্বার জলিলকে এক সম্বর্ধনা প্রদান করা হয়।
রিয়েল এস্টেট ব্যবসায়ী সান-দের সভাপতিত্বে এবং সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরীর শিপলুর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুশ শহীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীন এফসি টরেন্টের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ক্রীড়া সংগঠক টিপু আহমেদ, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক সাধারণ সম্পাদক এম আর আজিজ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিলেট সদর স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ। এছাড়াও অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন টরেন্টোর বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিন্টু আহমেদ,সিলেট জেলা সোনালী অতীতের সাবেক সভাপতি লয়েস আহমদ,সোলজারস এফসি সভাপতি সুয়েব আহমদ,সোলজারস এফসি প্রতিষ্ঠাতা সদস্য রাব্বি আহমদ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ইয়ামিন মুন্না,সিলেট জেলা দলের সাবেক ফুটবলার মোরশেদ আহমদ,সিলেট জেলা দলের সাবেক ফুটবলার জাহেদ আহমদ সিলেট জেলা দলের সাবেক ফুটবলার সাদিক আহমদ,সিলেট জেলা দলের সাবেক ক্রিকেটার এজাজ আহমদ, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার টাইগার জামিল, জয়নুল ইসলাম টুটুল,মিজান আহমদ,মাসুম তালুকদার প্রমুখ।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net