প্রখ্যাত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। আজ শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি নিশ্চিত করেছেন প্রয়াতের স্বামী বংশীবাদক আব্দুল হাকিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বিবাহিত জীবনে তার স্বামী এবং ৪ সন্তান আছেন।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
এর আগে আগস্টে ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলেও বেশ কয়েকদিন আইসিইউতে ভর্তি ছিলেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী। সেসময় তার উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় সহযোগিতা প্রত্যাশা করেছিল পরিবার। কিন্তু পরে পারিবারিক দ্বিধা-দ্বন্দ্বের কারণেই সেই সহায়তা আর নেওয়া হয়নি।
২০১৯ সাল থেকে কিডনি ও শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন ফরিদা পারভীন। চলতি মাসের ৩ সেপ্টেম্বর ডায়ালাইসিস করাতে তাকে হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। জরুরিভিত্তিতে তাকে তখন আইসিইউতে নেওয়া হয়।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net