কানাডায় খাজা মইনউদ্দিন জালালাবাদীকে সংবর্ধনা

হাব সিলেট জোন’র সাবেক চেয়ারম্যান খাজা মইনউদ্দিন জালালাবাদী বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের যেকোন দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। টরেন্টোয় বাঙালিদের সম্প্রীতি দেখে মনে হয়েছে একখণ্ড বাংলাদেশে আছি। এখানকার সমাজ নির্মাণেও আপনাদের অবদান একদিন স্বীকৃতি পাবে। প্রবাসীরা বিদেশে জনমত গঠন ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করে দেশের সম্মান বৃদ্ধি করেন।


গত পহেলা সেপ্টেম্বর রাতে মর্নিং সাইড এলাকায় সাইক্লোন কানাডা আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আবদুস সাদেক লিপনের সভাপতিত্বে এবং আবদুল বাতিন ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আলোচনায় অংশ নেন রোটারীয়ান কপিল উদ্দিন বাবলু, রোটারীয়ান মোহাম্মদ আবদুর রশিদ, আমান উদ্দিন আমান, এমরান আহমদ, সোহেল মাহমুদ, রোটারীয়ান ফয়সল আহমদ রবিন প্রমুখ।

শেয়ার করুন