বাংলাদেশ এসোসিয়েশন অফ টরেন্টো কানাডার তিন কমিটির যৌথ সভা

পরস্পরের প্রতি সম্মান ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে সংগঠনের উন্নয়নের পাশাপাশি কমিউনিটির উন্নয়ন সম্ভব। বর্তমানে কানাডায় আগত নতুনরা খুবই ডায়নামিক তাদের কাজে লাগাতে হবে তাদের সচল গতিময় করার মাধ্যমে সংগঠন ও বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন সম্ভব। বাংলাদেশ এসোসিয়েশন অফ টরেন্টো কানাডার তিন কমিটির যৌথ সভায় বক্তারা একথা বলেন।


গত সোমবার সন্ধ্যায় কানাডা টরেন্টো ডেনফোথ রাধুনী রেস্টুরেন্টে বাংলাদেশ এসোসিয়েশন অফ টরেন্টো কানাডার তিন কমিটির যৌথ সভা সংগঠনের সভাপতি ইউসুফ আনম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান লিটন পরিচালনায় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের চীফ কো-অর্ডিনেটর জাকির খান, চিফ অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, ডাইরেক্টর সাইদুন ফয়সাল, পাস্ট প্রেসিডেন্ট খুসনুর রশিদ চৌধুরী, মির্জা শাহিদুর রহমান, আলম মোড়ল, মাহবুবুর রব চৌধুরী,এডভাইজার মোঃ মইনুদ্দিন চৌধুরী, উম্মে হাবিবা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাঈদ চৌধুরী দিপু, ভাইস প্রেসিডেন্ট কানন বড়ুয়া, সৈয়দ আমিনুল ইসলাম, মোঃ হোসেইন ও রওশন আখতার প্রমুখ।

সভায় আগামী ১৬ই নভেম্বর অভিষেক অনুষ্ঠানে সিদ্ধান্ত দিতে হয়। এবং সৈয়দ আমিনুল ইসলাম কে আহবায়ক ও মোঃ কুতুব উদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট অভিষেক কমিটি গঠিত হয়।

শেয়ার করুন