এতিমরা আমাদের সমাজের অংশ তাদের সাহায্যে সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। মানবতার কাজ অঞ্চল ভিত্তিক নয় মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ। বক্তারা এতিম মেয়ে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কানাডায় অবস্থানরত প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশ ফিমেইল একাডেমি গ্লোবাল উইং অন্টারিও কানাডার কার্যক্রম শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
রবিবার বিকেলে কানাডা টরেন্টো ডেনফোথ আল মানি রেস্টুরেন্টে বাংলাদেশ ফিমেইল একাডেমি গ্লোবাল উইং অন্টারিও কানাডার এক সভা প্রফেসর মাসুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গ্লোবাল উইং এর সাধারণ সম্পাদক ইউসুফ আনম চৌধুরীর পরিচালনায় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিমেইল একাডেমীর লাইফ মেম্বার মইনুদ্দিন চৌধুরী, প্রফেসর আতাউর রহমান, শামীম মোঃ মিয়া, রাহেলা বেগম, উম্মে হাবিবা আক্তার,জাহান আরা বেগম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, শামীমা মিঠু, ইসমত আরা, গুলশান ই জাহান, আব্দুল বাতিন ফয়সল।
বাংলাদেশ ফিমেইল একাডেমি গ্লোবাল উইং অন্টারিও কানাডার কার্যক্রম শুরু উপলক্ষে বাংলাদেশ ফিমেইল একাডেমি দিরাই সুনামগঞ্জে বসবাসরত ৬৭২ জন এতিম মেয়ে শিক্ষার্থীদের জুতা ও মোজা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ ও ফান্ড গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এসময় বক্তারা এ প্রতিষ্ঠান ভবিষ্যতে যাতে বন্ধ না হয় সেজন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ ফিমেইল একাডেমি দিরাই সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে বলেন আমি এখন জীবন সায়ান্নে আছি এই প্রতিষ্ঠান বসবাসরত এতিম শিশুরা জোরে না পরে সেজন্য তিনি প্রবাসে বিভিন্ন স্থানে অবস্থানরত বাংলাদেশী সহযোগিতার আহ্বান জানান।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net