
কানাডাতে একটি ব্যতিক্রমধমী উদ্যোগ গ্রহণ করেছে অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশন (ও এম এ)। মাত্র ১ ডলার প্রদানের মাধ্যমে সদস্য হয়ে সম্মানজনক ইসলামি দাফন-কাফন অংশগ্রহণের সুযোগ। কানাডায় কোনো মুসলমান মৃত্যুবরণ করলে দাফন-কাফনের জন্য বর্তমানে সর্বনিম্ন প্রায় ৭,০০০ ডলার প্রয়োজন। সেই মূহুর্তে একটি পরিবার তাৎক্ষণিক এই ব্যয়বার বহন করতে অনেক সমস্যায় পড়েন, যার ফলশ্রতিতে অধিকাংশ সময়ে দাফন কার্যক্রমে বিলম্ব ঘটে।

গত রবিবার (২৭ শে জুলাই) কানাডার টরেন্টো ডাউনটাউনে অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১ডলার ফিউনারেল সাপোর্ট প্রোগ্রাম আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়। অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশনের সভাপতি মুরছালিন আহমদের সভাপতিত্বে ও ট্রেজারার মাছুমুর রহমান বাপ্পির উপস্থাপনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক রিসার্চ সেন্টার অব কানাডার সভাপতি ইমাম, মুফতি আসলাম উদ্দিন আল-আযহারী মসজিদুর রহমার ইমাম ইউনুস কাবালী, ২৩০ অক মুসল্লার ইমাম মৌলানা রিফকি আজহারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাবির আহমদ শাহিন।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর আমেরিকার বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট গোলাম সাদাত জুয়েল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মারুফ হোসেন। এতে অন্টারিও মুসলিম কমিউনিটির স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ ছিলো দেখার মতো।
উল্লেখ্য, মাত্র এক ডলারের বিনিময়ে সদস্য হতে হবে। সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট প্রি-অথোরাইজেশন এর মাধ্যমে সংযুক্ত থাকবে। মাসিক কোনো ফি নেই। যখন কোনো সদস্য ইন্তেকাল করবেন, দাফন কাফনের সর্বমোট খরচ সব সদস্যদের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। কেউ মৃত্যুবরণ না করলে কোনো টাকা কাটা হবে না।বিজ্ঞপ্তি