
রোটারীয়ান ও প্রবাসীরা নিজেদের মধ্যে সামাজিক বন্ধন অক্ষুন্ন রাখার
পাশাপাশি মানবতার কল্যাণে কাজ অব্যাহত রাখার আহবান
-শহীদ আহমদ চৌধুরী
রোটারীর সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর শহীদ আহমদ চৌধুরী পিএইচ এফ, বলেছেন রোটারীয়ানরা মানবতার কল্যাণে কাজ করে । তেমনি প্রবাসীরা কঠোর পরিশ্রম নিজের অর্জিত অর্থ দিয়ে মানবতার কল্যাণে কাজ করে। প্রবাসে অবস্থানকারী রোটারীয়ান ও প্রবাসীরা নিজেদের মধ্যে সামাজিক বন্ধন অক্ষুন্ন রাখার পাশাপাশি মানবতার কল্যাণে কাজ অব্যাহত রাখার আহবান জানান। বাংলাদেশী-কানাডিয়ান ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৬ জুলাই রবিবার রাতে কানাডার টরেন্টো “রেড-হট তন্দুরী রেস্টুরেন্টে”বাংলাদেশী-কানাডিয়ান ফাউন্ডেশন”-এর উদ্যোগে, বাংলাদেশ থেকে আগত রোটারির সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান শহিদ আহমেদ চৌধুরীর সম্মানে এক সম্মাননা সভা অনুষ্ঠিত হয়। ”বাংলাদেশী-কানাডিয়ান ফাউন্ডেশন”- সভাপতি মঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি অধ্যাপক মো: আশিকুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান কপিল উদ্দিন বাবলু। রোটারিয়ান এডভোকেট আব্দুল মালেক পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি অধ্যাপক আতাউর রহমান,বাংলাদেশ এসোসিয়েশন- এর সভাপতি, আ.ন.ম. ইউসুফ,সুনামগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি শামীম মিয়া। এম্পায়ার ম্যানট এন্ড হিউম্যান ডেভোলাপমেন্ট সোসাইটি কানাডার (এমপাওয়ারমেন্ট এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি কানাডা) এর নির্বাহী পরিচালক প্রিন্সিপাল বদরুন্নেসা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সমাজকর্মী উম্মে হাবিবা,রোটারিয়ান আলী আহমেদ আবেদুর রহমান রাজু, রোটারিয়ান নাজমিন জাহান শিবলী, রোটারিয়ান তানভীর আহমেদ চৌধুরী, রোটারিয়ান এডভোকেট আব্দুল মালেক, রোটারিয়ান আব্দুস সাদেক লিপন,রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল,রোটারিয়ান রফিক আহমেদ, রোটারিয়ান আব্দুর রশিদ, রোটারিয়ান আজিজুল ইসলাম আজিজ, রোটারিয়ান হাবিবুর রহমান শামীম, রোটারিয়ান আমান উদ্দিন আহমেদ প্রম‚খ। অনুষ্ঠানে অথিতিকে ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী। অতিথি ও তার পুত্র নাদিম ফারহান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন যথাক্রমে রোটারিয়ান হাবিবুর রহমান শামীম ও রোটারিয়ান আজিজুল ইসলাম আজিজ।
পি. ডি. জি শহীদ আহমেদ চৌধুরী তাঁর বক্তব্যে আরো বলেন প্রবাসে মানবতার কল্যাণে কাজ করার তেমন কোনো সুযোগ নেই কারণ এইখানে অসহায় দরিদ্র মানুষের সংখ্যা কম তাই নিজের দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি পরবর্তী প্রজন্মকে বাংলাদেশের প্রতি ভালবাসা সৃষ্টির মাধ্যমে সঠিকভাবে গড়ে তোলার আহŸান জানান।
সভা শেষে শহীদ আহমেদ চৌধুরীর সহধর্মিনীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরিশেষে নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।