বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কানাডার টরেন্টোতে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক এর অভিষেক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। টরেন্টো কেনেডি কনভেনশন সেন্টারে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে কানাডার বিভিন্ন স্থান থেকে জালালাবাদ অঞ্চল তথা সিলেট বিভাগের চার জেলার শত শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠান সিলেটিদের এক মিলন পরিণত হয় দীর্ঘদিন প্রবাসে থাকা প্রবাসীরা তারা তাদের মন খুলে আলাপচারিতায় মেতে উঠেন কিছু সময়ের মধ্যে কনভেনশন সেন্টার এক খন্ড সিলেট বিভাগ তথা জালালাবাদ অঞ্চলে পরিনত হয়। অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সংগীত শিল্পী সেলিম চৌধুরী,সাবু শাহ, নৃত্যকলা কেন্দ্র ও কানাডা অবস্থানরত বাংলাদেশী শিল্পীরা অংশগ্রহণ করেন।
৫-ই জানুয়ারি রবিবার রাতে টরেন্টো কেনেডি কনভেনশন সেন্টারে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক এর সভাপতি খসরুজ্জামান চৌধুরী দুলুর সভাপতিত্বে ও অভিষেক কমিটির কনভেনার কোহিনুর তানভীর এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টরেন্টো সিটি মেয়র অলিভিয়া চাও, স্কারবো সারাখেন টরেন্টো সিটি মেয়র অলিভিয়া চাও, স্কারবো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম, টরেন্টোর স্কারবো সাউথ ওয়েস্টের সিটি কাউন্সিলর পার্থী ক্যান্ডিভ্যাল, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক সাধারণ সম্পাদক এম আর আজিজ, সাবেক আহ্বায়ক আখলাক হোসেন, বিদায়ী সদস্য সচিব মাহবুবুল ইসলাম,স্কারবো সাউথ ওয়েষ্ট আসনে কনজারভেটিভ পার্টি থেকে এমপি পদে নমিনেশনের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী ডাঃ এএস এম নুরুল্লাহ তরুণ, মোঃ মহসিন ভূঁইয়া ও প্রফেসর তানভীর আহমেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটি উপদেষ্টা পরিষদকে পরিচয় করিয়ে দেয়া হয়।ফারহানা আহমদ এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্রে সহযোগিতা করেন রুপাটনু শর্মা, রনি পালমার,আবির দাস। অনুষ্ঠানে ফুজেল আহমদ এর সম্পাদনায় ও মোহাম্মদ অলিউর রহমান অলি, মোঃ হুমায়ুন কবির জুয়েল, তাজুল ইসলাম মাস্টার, হোসাইন আহমেদ, মোঃ আব্দুল হালিম, জাহেদ ইসলাম, মনসুর আলী সম্পাদনা পরিষদের সহযোগিতায় “হাখম" নামক ম্যাগাজিন প্রকাশিত হয়।
অতিথির বক্তব্যে টরেন্টো সিটি মেয়র অলিভিয়া চাও বলেন, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন অভিষেক অনুষ্ঠান অত্যন্ত সুন্দর আয়োজনের মাধ্যমে নতুন কমিটি যাত্রা শুরু করলো আমি তাদের অভিযাত্রাকে অভিনন্দন জানাই এই সংগঠন খেলাধুলা, ওয়ার্কশপ সহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে সিলেটি মানুষকে সংগঠিত করার জন্য কাজ করছে সিলেটের মানুষ যারা টরন্টোতে বসবাস করে তারা তাদের কর্মব্যস্ততার মধ্যে দেশের মানুষ ও বন্ধুদের যেকোনো দুর্যোগে সহযোগিতা করার জন্য ভুলে না এই মানবিকতার জন্য ধন্যবাদ। তাছাড়া নতুন আসা ইমিগ্ৰ্যান্টদের সহযোগিতার কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় আমি একজন ইমিগ্যান্ট হিসেবে এই সহযোগিতা কতটা প্রশংসনীয় তা উপলব্ধি করতে পারি।
অতিথির বক্তব্যে ডলি বেগম এমপিপি বলেন, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন এর আজকের এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি কানাডিয়ান সিলেটি মানুষ এক হয়েছে তাতে আমি অভিভূত আমরা সব একত্রিত থাকায় সিটি মেয়র কাউন্সিলরসহ স্বনামধন্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন আমাদের কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সহ তারা সিলেটিদের প্রয়োজন মেটাতে সর্বদা কাজ করছেন তারা কানাডিয়ান সম্প্রদায়ের মধ্যে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরছেন এজন্য তারা প্রশংসার দাবিদার।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net