সাংবাদিক ও শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রামের লোহাগাড়ায় দৈনিক পূর্বকোণ সহ-সম্পাদক ওমর ফারুক মাসুম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এইচআর শহীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং মামলা হওয়ার পরও কোন আসামী আটক না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে লোহাগাড়ার কর্মরত সাংবাদিক সমাজ।

২৪ ডিসেম্বর( মঙ্গলবার) সকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া প্রেস ক্লাব কার্যনির্বাহী সদস্য সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আবদুল খালেক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাংবাদিক তাজ উদ্দিন।

মানববন্ধনে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ। মানববন্ধনে বক্তারা বলেন,ওমর ফারুক মাসুমকে হত্যাচেষ্টা মামলার ৪দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি।

শেয়ার করুন