শিক্ষার্থীদের মেধা বিকাশেঅভিভাবকদের গুরুত্ব অপরিসীম—ভিসি ড. মোহাম্মদ তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, ফুলকে যেভাবে পরিচর্যা করতে হয়, ঠিক সেইভাবে শিক্ষার্থীদের দিকে খেয়াল ও যত্ন নিতে হবে। মনে রাখতে হবে,আমাদের দায়িত্বহীনতাই শির্ক্ষার্থীদের বিপদের মুখে ফেলে দিতে যথেষ্ট। তিনি বলেন, শিক্ষাজীবন থেকে একজন শিক্ষার্থীর আগামীর ভিত রচিত হয়। ভিত মজবুত হলে,তার ভবিষ্যত এবং কর্মপন্থাও হবে দেশের এবং দশের। তিনি এ ব্যাপারে সকল অভিভাবকদের কাছে শিক্ষার্থীদের প্রতি আরো বেশি করে যত্নবান হবার পরামর্শ প্রদান করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ তোমাদের চোখে যে আত্মবিশ্বাস, সেটাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল শক্তি। মনে রেখো—নম্বর বা গ্রেড কখনো মানুষকে সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করে না। সততা, মানবিকতা, দায়িত্ববোধ আর শেখার আগ্রহ—এই গুণগুলোই একজন মানুষকে সত্যিকার অর্থে সফল করে তোলে। এ সময় প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের নিয়ে মধুশহীদ যুব ফোরামের এই উদ্যোগের জন্য সংগঠনের সকলকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি শনিবার (৩১ জানুয়ারি) মধূশহীদ যুব ফোরামের উদ্যোগে ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় মধুশহীদ যুব ফোরামের সহ সভাপতি লিয়াকত হোসেনের পরিচালনায় ও মধূশহীদ যুব ফোরামের সভাপতি পিংকু আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মেট্রোপলিটন ল’ কলেজের ভাইস প্রিন্সিপাল সৈয়দ কাওছার আহমদ, মধুশহীদ পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মল্লিক চৌধুরী, রুদন জামে মসজিদের সেক্রেটারি মো. আলাউদ্দিন বাদশাহ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মধুশহীদ ফোরামের সহ-সভাপতি মো. গুলজার খান, সাদরণ সম্পাদক মুজাহিদ খান শুলশান, যুগ্ন সম্পাদক আব্দুর রকিব শাহীন, জাকারিয়া আহমদ, আবু সাইদ মো. তাইফ, অর্থ সম্পাদক রুমন আহমদ, প্রচার সম্পাদক রেহান আহমদ, সমাজসেবা সম্পাদক হাসানুজ্জামান রাসেল, সাংস্কৃতিক সম্পাদক মো. হারুন চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শামীম আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হানিফ আহমদ, মো. আরিফুর রহমান আরিফ, মো. আরব হোসেন, মো. মামুন খান, মো. সান্টু এবং অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন করেন হাফিজ সাফওয়ান আহমদ প্রমুখ। এছাড়াও মধুশহীদ পঞ্চায়েত কমিটির সদস্য ও সংম্বর্ধিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আজকের এই সাফল্যের পেছনে যাঁরা নীরবে অবদান রেখেছেন—তোমাদের বাবা-মা, শিক্ষক ও অভিভাবক—তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকতে ভুলবে না। তাঁদের বিশ্বাসই তোমাদের শক্তি। তোমরা শুধু ভালো শিক্ষার্থীই নয়, আগামী দিনের ভালো মানুষ হও—এই হোক আমাদের প্রত্যাশা। জ্ঞানকে মানবতার সেবায় কাজে লাগাও, দেশ ও সমাজের জন্য নিজেকে প্রস্তুত করো। আজ তোমাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে, কিন্তু আসল সম্মান তখনই পূর্ণতা পাবে—যখন তোমরা তোমাদের কাজ, চরিত্র ও অবদানে সমাজকে আলোকিত করবে।

শেয়ার করুন