
কানাডা অন্টারিও বিএনপির উদ্যোগে সাবেক এমপি এম ইলিয়াস আলী অপহরণ দিবসের প্রতিবাদ সভা
এম ইলিয়াস আলী ছিলেন একজন স্পষ্টভাষী সাহসী ভারত বিরোধী অগ্নিপুরুষ । বক্তারা ইলিয়াস আলীর মতো শতশত গুমের মূল হোতা এইসকল অপকর্মের স্বাক্ষী ভিজিএফআই প্রধানসহ গ্রেফতারকৃতদের কাছ থেকে ইন্টারোগেশন এর মাধ্যমে ইলিয়াস আলীসহ সকল গুম সম্পর্কে সুনির্দিষ্ট অবস্থান জানা এবং এসকল অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। অন্টারিও বিএনপি কানাডা এর উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এম ইলিয়াস আলী অপহরণ হওয়ার প্রতিবাদে আয়োজিত সভায় বক্তারা একথা বলেন।
অন্টারিও বিএনপি কানাডা এর উদ্যোগে ডেনফোথ বিএনপি কার্যালয়ে কানাডা বিএনপি পশ্চিমের সভাপতি খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শহিদ আহমদ, অন্টারিও বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সিটি বিএনপির সভাপতি মইন চৌধুরী, রফিকুল ইসলাম খসরু,মকবুল হোসেন, যুবদল নেতা রাহেল আহমদ, মাসুম তালুকদার প্রমুখ।