
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন দুপুর ১২টায় রাজশাহী আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল সকালে বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। রাজশাহীতে পৌঁছে তিনি প্রথমে স্থানীয় একটি হোটেলে তরুণদের নিয়ে একটি বিশেষ সংলাপে অংশ নেবেন। সেখানে তিনি আগামীর বাংলাদেশ গঠন ও তরুণদের প্রত্যাশা নিয়ে মতবিনিময় করবেন।
এরপরেই রাজশাহীর জনসভা শেষে তারেক রহমান রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ-এই ৩টি জেলার সকল সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
এর আগে ২০০৪ সালে সর্বশেষ রাজশাহী এসেছিলেন তারেক রহমান। তখন তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net