বঙ্গভবনে গেছেন সিইসি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্য চার কমিশনার।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কমিশনের পাঁচ সদস্য নিজেরা আগে নির্বাচন ভবনে বৈঠক করেন। এরপর বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন। দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি জানানো হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি-বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন।

এদিকে গতকাল বিকেল থেকে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার বিকেলে নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের হুইসেল বাজবে।

এদিকে ইসি গতকাল জানিয়েছে, সিইসির ভাষণ রেকর্ডের পর আজ বুধবার সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

শেয়ার করুন