৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করবে বিটিআরসি

কোনো গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে নিষ্ক্রিয় করতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ নির্দেশনা দিয়েছে।

আজ সোমবার বিটিআরসির যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, গ্রাহকরা নিজেদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন।

এর বেশি সিম থাকলে পছন্দের ১০টি রেখে বাকি সিমগুলো ‘ডি-রেজিস্টার’ বা মালিকানা হস্তান্তর করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগের মাধ্যমে।

গ্রাহকরা নিজেদের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে।

বিটিআরসি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করেন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে সেই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।

শেয়ার করুন