
তুরস্ক পৌঁঁছেছেন আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম।আজ শুক্রবার বিমানবন্দরে তাকে নিতে আসেন ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশি কনসাল জেনারেল মিজানুর রহমান। ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে তুরস্ক যান শহিদুল আলম।
শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছিলো, ‘ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে।
এরপর তুরস্ক সূত্রে জানা যায়, শহিদুল আলমসহ একাধিক এক্টিভিস্টকে ইসরায়েল থেকে তুরস্কে নিয়ে যায় এয়ারলাইন্সের টিকে-৬৯২১ ফ্লাইট।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ইসরায়েলের কারাগার থেকে শহিদুল আলমকে মুক্ত করায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।