
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সভাপতির বক্তব্য দিতে গিয়ে মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে এ ঘটনা ঘটে।
কিছুক্ষণের মধ্যেই উঠে আবার বক্তব্য দিতে শুরু করেন জামায়াত আমির। এ সময় তাকে কয়েকজন ধরে থাকতে দেখা যায়। অল্প কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পর আবার বসে পড়েন তিনি। পরে বসে থেকেই বক্তব্য শেষ করেন তিনি।
অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা ডা. শফিকুর রহমানকে চিকিৎসা দেওয়া শুরু করেন। তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকরা।
বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘আবু সাঈদরা বুক পেতে না দিলে এই বাংলাদেশ আমরা দেখতাম না। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা যেন তাদেরকে অবজ্ঞা না করি।’
তিনি আরও বলেন, ‘আল্লাহ যত সময় হায়াত দিয়েছে, তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।