
কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। দিনের শুরুতে রোদের দেখা মিললেও কিছুক্ষণ পরই আকাশ মেঘ করে বৃষ্টি ঝরতে শুরু করে, যা চলে দিনভর।
দেশের দুই বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়াও দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের আর চার বিভাগে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের আভাস দেওয়া হয়েছে। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।
ভারী বৃষ্টির সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
নদীবন্দরগুলোকে দেওয়া সতকর্বার্তায় আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।