
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানালেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ শনিবার রাজধানীর আগারগাঁও এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। ’
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।’
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে গুঞ্জন চলছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন। গত ২২ মে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধান উপদেষ্টা তার এ ভাবনার কথা জানান বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে।
এমনপরিস্থিতিতে আজ বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ড. ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করবে।