
ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে মোনাজাত শেষ হয়।
রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
এর আগে আজ সকাল থেকেই সারাদেশ থেকে স্রোতের মতো জনতার মিছিল আসতে থাকে। এতে করে দুপুরের মধ্যে জনসমুদ্রে পরিণত হয় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের শুরু হয় সোহরাওয়ার্দী উদ্যানে। মুফতি রেজাউল করিম আবরারের উপস্থাপনায় সেখানে বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারীসহ অনেকে।
সমাবেশে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।