রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আলোচনা সভা অনুষ্ঠিত

ত্যাগ-ই আমাদের স্বপ্নকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে
…….স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম

অন্তবর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা মাত্র কয়েক মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। এ দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে আমাদেরকে প্রাণান্তকর ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। আমাদেরকে স্বপ্ন দেখাতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আমরা যদি নিজেদেরকে পরিবার, সমাজ ও দেশের জন্য তৈরি করতে পারি, তবে আমরাই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবক সমাবেশ, মাদক বিরোধী শপথ গ্রহণ, রক্তদান কর্মসূচি ও অ্যাফেরেসিস মেশিন হস্তান্তর উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও মান্যবর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি তার বক্তব্যে বলেন আমরা আমরাই। আমাদেরকে নামের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী দলের উপর সীমাহীন দমন-নিপীড়ন চালিয়েছে। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বিতাড়িত করতে পেরেছে। এ কারণে দ্যা ইকোনমিক বাংলাদেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ফ্যাসিস্টরা পরাজিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । কোন কিছুর বিনিময়ে তারা যেন আমাদের ঐক্য বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোহাম্মদ তুহিন ফারাবী ও নুরুল ইসলাম সাজু। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মোঃ আশরাফ আলম এনডিসি। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র যুব সদস্য মাজেদ আহমদ চৌধুরী ও গীতা পাঠ করেন সুমিত অধিকারী। আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ইউনিট লাভেল কর্মকর্তা, ইউনিটের অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ।

শেয়ার করুন