প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বিকেলে

প্রধান উপদেষ্টার আহবানে সাড়া দিয়ে আজ বুধবার বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠকে বসবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আজ বুধবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দেশের চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আজ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আগামীকাল ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন তিনি। একই লক্ষ্যে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গেও বৈঠক করেছেন।

শেয়ার করুন