
সন্ধ্যার নরম আলোয়, সাহিত্য ক্যাফের কবি দিলওয়ার মঞ্চ যেন হয়ে উঠেছিল স্মৃতি আর শব্দের এক উষ্ণ আশ্রয়। ছড়ালোক ও ছড়াকেন্দ্র-সিলেটের আয়োজনে যুক্তরাজ্যপ্রবাসী ছড়াকার ও সাংবাদিক আহমেদ শামীমকে ঘিরে অনুষ্ঠিত হলো এক মনোরম সুহৃদ আড্ডা—যেখানে ছড়া, সংগ্রাম, প্রবাস আর স্বদেশ মিলেমিশে একাকার হয়ে যায়।
ছড়াকেন্দ্র-সিলেটের সভাপতি কবি ও প্রাবন্ধিক দুলাল শর্মা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই আড্ডায় বক্তব্য রাখেন ছড়াকার ও প্রাবন্ধিক জয়নাল আবেদীন জুয়েল, গল্পিক ও প্রাবন্ধিক আব্দুল হক, ভ্রমণ লেখক, সংগঠক ও ব্যাংকার জাবেদ আহমেদ। পুরো আয়োজনটি সুনিপুণভাবে উপস্থাপন করেন ছড়াকার, সম্পাদক ও ব্যাংকার শাহাদত বখ্ত শাহেদ—যার আন্তরিকতায় আড্ডাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও হৃদ্যতাপূর্ণ।
বক্তারা আহমেদ শামীমের বহুমাত্রিক সৃজন ও কর্মযাত্রার নানা দিক আলোকপাত করেন। তার ছড়া সাহিত্য, সাংবাদিকতা এবং সাংগঠনিক ভূমিকার কথা উঠে আসে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। নব্বই দশকের তুখোড় এই ছড়াকার স্বৈরাচারবিরোধী আন্দোলনে যে সাহসী ভূমিকা রেখেছিলেন—তা বক্তাদের স্মৃতিচারণে নতুন করে প্রাণ পায়। আলোচনায় বারবার উচ্চারিত হয় একটি প্রত্যাশা—যৌথ গ্রন্থের গণ্ডি পেরিয়ে আহমেদ শামীমের একক ছড়ার বই প্রকাশ হোক, ছড়ার পাঠকরা পাক তার স্বতন্ত্র কণ্ঠের পূর্ণ স্বাদ।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আহমেদ শামীম। দীর্ঘ বিশ বছর পর স্বদেশে ফেরা—তার কণ্ঠে যেন স্মৃতির দরজাগুলো একে একে খুলে যায়। বন্ধু, স্বজন আর চেনা মুখগুলোর মাঝে ফিরে এসে তিনি যে আনন্দ ও পরিপূর্ণতা অনুভব করছেন, তা তার কথার ফাঁকে ফাঁকে স্পষ্ট হয়ে ওঠে। আয়োজনের জন্য তিনি কৃতজ্ঞতা জানান শাহাদত বখ্ত শাহেদ ও দুলাল শর্মা চৌধুরীর প্রতি।
সভাপতির বক্তব্যে দুলাল শর্মা চৌধুরী অতিথিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন—আহমেদ শামীমের কলম সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদের ধারায় আরও বেগবান হোক, আর তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন হোক শান্তি ও সৌন্দর্যে ভরপুর।
এই সুহৃদ আড্ডার স্মারক হিসেবে অতিথির হাতে তুলে দেওয়া হয় শাহাদত বখ্ত শাহেদ ও কবি দুলাল শর্মা চৌধুরীর প্রকাশিত গ্রন্থ। আড্ডার পরিসমাপ্তি ঘটে এক অনন্য আতিথেয়তায়—সদ্য ওমরাহ ফেরত শাহাদত বখ্ত শাহেদ সাহিত্য ক্যাফের পক্ষ থেকে মক্কা-মদীনার জমজমের পানি ও খেজুর দিয়ে অতিথিদের আপ্যায়ন করান, যা আড্ডায় যোগ করে এক পবিত্র অনুভব।
শব্দ, স্মৃতি আর সুহৃদতার এই সন্ধ্যা তাই শুধু একটি আয়োজন নয়—এ যেন ছড়া ও মানুষের মিলনের এক জীবন্ত দলিল।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net